বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৫৪:০৩

ছেলের জন্মদিনে সবার দোয়া কামনা মৌসুমী-সানির

ছেলের জন্মদিনে সবার দোয়া কামনা মৌসুমী-সানির

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অন্যতম জুটি মৌসুমী-ওমর সানির সন্তান ফারদিন এহসান স্বাধীনের আজ জন্মদিন। স্বাধীন আজ বিশ বছরে পা দিয়েছেন। এরইমধ্যে তার ঝুলিতে জমা হয়েছে নির্মাতার খেতাব। তবে নির্মাতা হলেও বাবা-মায়ের কাছে স্বাধীন এখনো সেই ছোট্টই রয়ে গিয়েছেন। আর তাই আজ রাত ১২টা ১ মিনিটে ঘরোয়াভাবেই সন্তানের জন্মদিন উদ্‌যাপন করলেন মৌসুমী-ওমর সানি।

স্বাধীনের জন্মদিনের কেক কাটার আগ মূহুর্তে বাবা ওমর সানি তার ফেসবুক ফেইজে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। সেই ভিডিওটিতে এক ফ্রেমে উপস্থিত রয়েছেন পুরো পরিবার। সবাই মিনে একেবারে ভিন্ন ভাবেই ফারদিন এহসান স্বাধীনকে শুভেচ্ছা জানালেন। আর পিতি হিসেবে ওমর সানি সবার কাছে দোয়া কামনা করলেন।

ভিডিওটি ওমর সানি নিজেই করেছিলেন। সেখানে সানি বলেন, ‘আজ আমার ছেলে ফারদিনের জন্মদিন। ১৯৯৭ সালের এই দিনে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। আজকের এই দিনে আমরাতো ওর জন্য দোয়া করবোই এবং আপনাদের সবার কাছেও অনেক দোয়া কামনা করছি। যাতে করে ফারদিন আগামীদিনে একজন ভালো মানুষ হতে পারে।’

প্রসঙ্গত, কিছুদিন আগে ওমর সানি-মৌসুমীর সন্তান ফারদিন এহসান স্বাধীন তার নতুন নাটক নির্মাণ করেছেন। নতুন এই অ্যাকশন ধরণের নাটকটির নাম দেয়া হয়েছে ‘ডেস্টিনেশন টু’। এই নাটকে তার বাবা-মা অর্থাৎ মৌসুমী-ওমর সানি দু'জনই অভিনয় করেছেন। জানা যায়, খুব তাড়াতিড়ি এই নাটকটি চ্যানেল আই-তে প্রচারিত হবে।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে