বিনোদন ডেস্ক : বলিউড পাড়ার অালোর দিকটাই সবার নজরে পড়ে। কিন্তু এর ভেতরে যে অন্ধকার দিক রয়েছে তা কারোই নজরে পড়েনা। কারণ বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীর কাছে জানতে চাইলেই বলবে নিরাপত্তাহীনতায় ভোগছেন। কিন্তু কেন? আমরা সবাইতো মানুষ! এ ভাবেই বলিউডের অন্ধকারের কথাগুলো বলছেন, বলিউডের অন্যতম অভিনেত্রী বিদ্যা বালান। তবে ভবিষ্যতে কোনো ‘ডার্ক শেড’এর চরিত্রে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন বিদ্যা।
বলিউডের একটা অন্ধকার দিক হল ‘নিরাপত্তাহীনতা’। যেটা প্রত্যেক নায়ক-নায়িকাকেই ভাবায়। মনে করেন বিদ্যা বালান। ‘কেউ স্বীকার করেন, কেউ করেন না। কিন্তু এই ইন্ডাস্ট্রির প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন। সকলেই তো মানুষ! এটা বলিউডের একটা অন্ধকার দিক,’ বলেছেন বিদ্যা। অনেকদিন ধরেই এই অভিনেত্রীকে পর্দায় দেখা যাচ্ছেনা। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বিরতি দিয়েছেন কাজে। কিন্তু ভবিষ্যতে কোনো ‘ডার্ক শেড’এর চরিত্রে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন বিদ্যা।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই