বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৫:৩৬

ক্যাটরিনার আক্ষেপ

ক্যাটরিনার আক্ষেপ

বিনোদন ডেস্ক : রিল লাইফে এ বছর ক্যাটরিনার পর পর তিনটি প্রেমের ছবি মুক্তি পেলেও রিয়েল লাইফে প্রেমকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আক্ষেপ করেছেন তিনি।  ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ও ‘জগ্গা জাসুস’-এর মুক্তি নিয়ে আবেগতাড়িত ক্যাটরিনার স্বীকারোক্তি, বাস্তব জীবনে তিনি প্রেমকে একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন।

ক্যাটরিনার আসন্ন তিনটি ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপূর, সিদ্ধার্থ মলহোত্রা এবং রণবীর কাপূর।  তবে ক্যারিয়ারে দীর্ঘদিন কোনো প্রেমের ছবি করেননি ক্যাট।  

ক্যাটের দাবি, তার এই তিনটি ছবি প্রেমের ছবি হলেও একে অপরের থেকে একেবারেই ভিন্নধারার।  তবে প্রেম নিয়ে অনেকগুলো ছবি করার পরও অভিনেত্রীর দাবি, ভালোবাসাকে এক কথায় ব্যাখ্যা করা খুবই কঠিন।

সমাজের বিশিষ্ট কবি গালিবও প্রেমকে বর্ণনা করতে পারেননি।  ভালোবাসাকে কে কেমনভাবে পাবে, কী চেহারায় কীভাবে পেতে চায় তা কয়েকটি শব্দে বর্ণনা করা যায় না।

ক্যাটের ‘ফিতুর’ যদি ক্লাসিক্যাল রোমান্টিক হয় তাহলে ‘জগ্গা জাসুস’ একটু অন্যধারার প্রেমের ছবি।  আর ‘বার বার দেখো’তে প্রেম আসবে আকস্মিকভাবে।  চার্লস ডিকেন্স-এর ‘গ্রেট এক্সপেকটেশন’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘ফিতুর’।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে