বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৭:১১

বুড়ো হাড়েই ঋষি কাপুরের ভেলকি

বুড়ো হাড়েই ঋষি কাপুরের ভেলকি

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের পর্দা কাঁফানো নায়ক ঋষি কাপুর। তিনি আজও সদর্পে টিকে আছেন তার অভিয়ন দক্ষতা দিয়ে। সম্প্রতি ‘সনম রে’ ছবিতে তার অন্য রকমের লুক’ও পোস্ট করেছিলেন ঋষি। এই বয়সেও যেভাবে লুক নিয়ে লাগাতার পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন প্রবীণ অভিনেতা, তা সত্যিই তারিফযোগ্য!

মেকআপের পর নিজেকে চেনাই দায় হয়ে উঠেছে ঋষি কাপুরের! ‘কাপুর এন্ড সন্স’এ ৮৫ বছরের এক খিটখিটে বুড়োর চরিত্রে দেখা যাবে ঋষিকে। অস্কারজয়ী মেকআপ আর্টিস্ট গ্রেগ ক্যানম তাকে সাজিয়েছেন সেই চরিত্রের জন্য। প্রতিদিন ভোর ৫টায় উঠে টানা পাঁচ ঘণ্টা বসে মেকআপ নিতে হত এই তারকাকে।

‘কাপুর এন্ড সন্স’ সিনেমায় বৈচিত্রময় চরিতে অভিনয় করে এরইমধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন ছবি ‘কাপুর এন্ড সন্স’ তার অভিনয়ের লুক। তবে তার এই রূপে বলিউডের অনেকেই একেবারে হতচকিত। তার কারণ এই ছবিতে তিনি এমন মেকাপ করেছেন যা দেখার পর যে কেউ অবাক হবেন। কারণ তাকে এই রূপে একেবারে চেনাই যায়না। আর এই ছবিটি প্রকাশ করেছেন, করণ জোহর নিজেই।

ঋষি কাপুর বলছেন, ‘প্রযোক, করণ জোহর আর পরিচালক, শাকুন বত্রা প্রায় দেড় কোটি টাকা খরচ করে ক্যানমকে এনেছিল। আমরা সবাই একসঙ্গে বসে ঠিক করি, আমার লুক’টা তৈরি হবে এ কে হাঙ্গল আর আমার নিজের চেহারার মিশেলে’।

‘কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন’এ ব্র্যাড পিটকে সাজিয়ে অস্কার জিতেছিলেন ক্যানম। শাহরুখ খানের ‘ফ্যান’এ কাজ করার পর ‘কাপুর এন্ড সন্স’এ ঋষির মেকআপ করেন তিনিই। নিজের লুক ট্যুইটারে শেয়ার করেছেন অভিনেতা। সম্প্রতি ‘সনম রে’ ছবিতে তার অন্য রকমের লুক’ও পোস্ট করেছিলেন ঋষি। এই বয়সেও যেভাবে লুক নিয়ে লাগাতার পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন প্রবীণ অভিনেতা, তা সত্যিই তারিফযোগ্য!
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে