বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৫:২১

রেখার বিষয়ে যা বললেন আদিত্য রায় কাপুর

রেখার বিষয়ে যা বললেন আদিত্য রায় কাপুর

বিনোদন ডেস্ক : রেখা মানেই বলিউডের ম্যাজিক। রূপোলি পর্দায় যে ভাবে নিজের জীবনকে ফুটিয়ে তুলেছেন। ঠিক বাস্ত জীবনেও তেমনি এক আইকন অভিনেত্রী তিনি। আর তাকে সামনে পেলেই অভিনয়ের অ-আ-ক-খ খুব সহজেই শিখে নিতে পারেন উঠতি তারকারা। তবে তারাও কিন্তু সেই সুযোগ একেবারেই হাতছাড়া করতে নারাজ।

‘ফিতুর’ সিনেমায় অভিনেতা আদিত্য রায় কাপুরও সেই সুযোগ ছাড়েননি। ‘ফিতুর’ ছবিতে অল্প কয়েকদিনের জন্য অভিনয় করেছিলেন রেখা। পরে পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে বনিবনা না-হওয়ায় রেখা আর অভিনয় করেননি। তার জায়গায় টাবুকে নেয়া হয়। ওই অল্প কয়েকদিনেই রেখার কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছেন আদিত্য।

আর সেই অভিজ্ঞতা শেয়ার করে আদিত্য বলছেন, ‘রেখার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ। তিন দিনে আমি খুব অল্পই শ্যুট করেছি। কিন্তু রেখাজির কাছ থেকে অনেক অল্প সময়েই শিখে নিয়েছি, কিভাবে সেট ব্যবহার করতে হয়।’ খুবসুরত-খ্যাত রেখাকে দেখলেই একজন অভিনেতা পরিপূর্ণ হতে পারে বলে মনে করেন আদিত্য। তিনি বলেন, ‘রেখা খুবই সাপোর্টিভ। অভিনয়ের অনেক কৌশল শিখতে পেরেছি তার কাছ থেকে।’
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে