বিনোদন ডেস্ক : প্রিয়জনকে দেখলে কে না খুশি হয়? প্রিয়জনকে এক নজর দেখার জন্য অনেক দুরদেশে পর্যন্ত পাড়ি জমান অনেই। তবে দুরদেশে পাড়ি নয় কমেডি নাইটসের একটি অনুষ্ঠানে এসেই ক্যাটরিনাকে চমকে দিলেন সাবেক প্রেমিক সালমান খান। কমেডি নাইটসের সেটে হঠাৎই হাজির হলেন প্রিয় মানুষ সালমান। আর তাকে দেখেই খুশিতে ডগমগ 'ফিতুর' নায়িকা।
রণবীরের সঙ্গে সদ্য ব্রেক আপ হয়েছে। আর তারপর থেকেই ক্যাটরিনাকে ভালো রাখার দায়িত্বটা যেন নিজের কাঁধে নিয়ে নিয়েছেন সালমান। প্রায়শই এখন দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর এবার একেবারে সটান হাজির 'এক্স-গার্লফ্রেন্ডে'র সেটে। সুপারস্টারকে সেটে দেখে চমকে ওঠেন ক্যাট সুন্দরী। একে অপরকে হাগও করেন।
সেইসময় কমেডি নাইটস লাইভের একটি এপিসোডের শুটিং চলছিল। সহ অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা। তখনই সেটে আচমকা প্রবেশ ঘটে সালমানের। রণবীরের আগে সালমানের সঙ্গে ক্যাট সুন্দরীর সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল বলিউড পাড়া। কিন্তু ক্যাট বরাবরই বলেছিলেন, সালমান তার মেন্টর। তাদের সম্পর্কটা একে অপরের প্রতি শ্রদ্ধার। কোনো প্রকার প্রেম ভালোবাসার নয়!
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই