বিনোদন ডেস্ক : এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পেয়ে উচ্ছ্বসিত মেগাস্টার অমিতাভ বচ্চন। ৭৩ বছর বয়সে তিনি যে এখনো আকর্ষণীয় কাজ পাচ্ছেন, তার জন্যে তিনি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি।
ওই অনুষ্ঠানে তার কাছ থেকে জানতে চাওয়া হয়, এই প্রজন্মের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তিনি এরমধ্যেই কাজ করে ফেলেছেন। তার প্রজন্মের সঙ্গে বর্তমান প্রজন্মের তফাত কোথায়? একটুও না ভেবে বিগ বি-র উত্তর, এই প্রজন্মের সমস্ত অভিনেত্রীরাই লম্বা। এছাড়াও তাদের অভিনয় প্রতিভা, কাজের প্রতি একাগ্রতা সমস্ত কিছুই ভীষণ অনুপ্রেরণার। তাদের থেকেও অনেক কিছু শেখা যায়, দাবি অমিতাভ বচ্চনের।
সাম্প্রতিক ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোন, এবং ‘সত্যাগ্রহ’ ছবিতে কারিনা কাপুরের সঙ্গে কাজ করেছেন অমিতাভ। তার দাবি এই সমস্ত অভিনেত্রীই ফ্লোরে অনেক কিছু শিখে একেবারে তৈরি হয়ে আসেন।
পুরস্কার মঞ্চে অমিতাভের সঙ্গে এসেছিলেন স্ত্রী জয়া, ছেলে অভিষেক এবং কন্যা শ্বেতা। ‘চুপকে চুপকে’, ‘অভিমান’, ‘মিলি’, ‘সিলসিলা’, ‘কভি খুশি কভি গম’-এ একসঙ্গে কাজ করেছেন অমিতাভ-জয়া। স্বামী প্রসঙ্গে উচ্ছ্বসিত জয়ার মন্তব্য, আমি জানতাম তিনি একদিন সাফল্যের শিখরে উঠবেনই। ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে চলা শুরু। তারপর ‘আনন্দ’, ‘গুড্ডি’, ‘জঞ্জির’, ‘শোলে’, ‘ডন’, ‘দিওয়ার’। মাঝে ক্যারিয়ারে একটু ভাটার টান পড়লেও হালের ‘পিকু’, ‘ওয়াজির’ যথেষ্টই দাগ কেটেছে দর্শক মনে। এখন তিনি ব্যস্ত রয়েছেন সুজয় ঘোষের ছবি ‘তিন’-এর শ্যুটিং নিয়ে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালন এবং নওয়াজউদ্দীন সিদ্দিকি।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই