বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা চলচ্চিত্রে ফিরতে চান। বর্তমানে তিনি মানসম্মত গল্পের রুচিসম্মত চরিত্র, পরিপূর্ণ বাজেট ও দক্ষ পরিচালকের ছবির অপেক্ষায় রয়েছেন। সব কিছু ব্যাটে-বলে মিললেই তিনি চলচ্চিত্রে প্রত্যাবর্তন করবেন। কারণ তিনি ছবির সংখ্যা নয়, মানের দিকে গুরুত্ব দিয়ে ভালো কিছু ছবিতে কাজ করতে চাইছেন।
পূর্ণিমা ভালো কাজের মাধ্যমে দর্শকদের চাহিদা পূরণ করতে চান। তাই তিনি আর সাদামাটা কাজ করতে চান না। এ জন্য নিয়মিত চলচ্চিত্রের প্রস্তাব পাওয়া সত্ত্বেও তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছেন।
এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, 'আমি চলচ্চিত্রে ফিরব না_ এ কথা কখনই বলিনি। তবে চলচ্চিত্র থেকে কয়েক বছর যাবৎ দূরে রয়েছি। কারণ এ সময় আমাকে স্বামী-সন্তান ও সংসারে পর্যাপ্ত সময় দিতে হয়েছে। এ জন্য কোনো ছবিতে কাজ করা সম্ভব ছিল না। তবে বরাবরই আমি মৌলিক গল্প, ভালো বাজেটের ছবির অপেক্ষায় রয়েছি। তা ছাড়া চলচ্চিত্রে অভিনয়ের প্রতি একটা বিশেষ দুর্বলতাও আমার রয়েছে। সব কিছু মনঃপূত হলেই চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হব।'
পূর্ণিমা বর্তমানে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করার জন্যও নিয়মিত প্রস্তাব পাচ্ছেন। কিন্তু তিনি চলচ্চিত্রের মাধ্যমেই অভিনয়ে ফিরতে চাইছেন। এ জন্য এসব প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করছেন না। কারণ অভিনয়ের ভুবনে চলচ্চিত্র তার পছন্দের শীর্ষে। যদিও চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে অভিনয় থেকে দূরে থাকাটাকেও তিনি ভীষণ মিস করছেন বলে জানিয়েছেন।
পূর্ণিমা তার ১৮ বছরের অভিনয় জীবনে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। এর স্বীকৃতস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। জাকির হোসেন রাজুর 'এ জীবন তোমার আমার' ছবির মধ্য দিয়ে ১৯৯৮ সালে তিনি নায়িকা হিসেবে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি সোহানুর রহমান সোহানের 'লোভে পাপ পাপে মৃত্যু'।
পূর্ণিমার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে_ 'মনের মাঝে তুমি', 'হৃদয়ের কথা', 'প্রেমের নাম বেদনা', 'ছোট্ট একটা ভালোবাসা', 'আকাশছোঁয়া ভালোবাসা', 'সুলতান', 'শাস্তি', 'শুভা', 'মেঘের পরে মেঘ', 'স্বামী-স্ত্রীর যুদ্ধ', 'পিতামাতার আমানত', 'মাটির ঠিকানা', 'সাথী তুমি কার', 'সবাই তো ভালোবাসা চায়', 'মায়ের জন্য পাগল' প্রভৃতি। পূর্ণিমা কাজী হায়াৎ পরিচালিত 'ওরা আমাকে ভালো হতে দিল না' চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
উল্লেখ্য, পূর্ণিমা বছর কয়েক আগে ব্যবসায়ী ফাহাদ জামালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলোকিত করে গত বছর আরশিয়া নামে এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে স্বামী, কন্যা ও সাংসারিক জীবন নিয়েই ব্যস্ত রয়েছেন পূর্ণিমা। -যায়যায়দিন
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস