বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৯:২৩

আবারও এক হলেন রণবীর-ক্যাটরিনা!

আবারও এক হলেন রণবীর-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : রণবীর-ক্যাটরিনার ব্রেকআপের পর তাদের এক সঙ্গে এখনও দেখা যায়িনি। শুধু তাই নয়, মুম্বাই পুলিশের অনুষ্ঠানেও তাদের দু'জনকে আশপাশে দেখা যায়নি।

তবে ক্যাটরিনা কাইফ যখন এসেছিলেন ফিতুর ছবির নায়ক আদিত্য রয় কাপুরের সাথে, তখন রণবীর ছিলেন তার বাবা ঋষি কাপুরের বোগল দাবা করে।

তবে নতুন কথা হচ্ছে, এই দুইজন আবারও এক সঙ্গে হচ্ছেন! দিল্লির একটি অনুষ্ঠানে একই সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর ও ক্যাটরিনা কাইফ! তবে এর নেপথ্যে অবশ্য মোটর অটো এক্সপো ২০১৬।

সূত্র বলছে, মঙ্গলবার একসঙ্গে দিল্লিতে হাজির হন রণবীর এবং ক্যাটরিনা। ব্রেকআপের পর যখন একে অন্যকে সমানভাবে প্রতি মুহুর্তে এড়িয়ে গিয়েছেন, সেই সময় কী করে অটো এক্সপোর জন্য দু’জনে একসঙ্গে হাজির হলেন? তাহলে কি এবার রণবীরের সঙ্গে প্যাচ আপ করে নেবেন ক্যাট?

সে বিষয়ে অবশ্য সঠিক কোনও খবর নেই। তবে, অটো এক্সপো-তে প্রায় একই রঙের পোশাক পরে হাজির হয়েছিলেন দু’জনে। অটো এক্সপো-তে গাড়ির মেলায় হাজির হয়ে অনেকটা একই রকম ভাবে ব্র্যান্ডিং করতে দেখা গিয়েছে তাদের।

এদিকে, ব্রেকআপের পর থেকে কিছুটা অন্য রকম মুডেই পাওয়া গিয়েছে ক্যাটরিনাকে। ব্রেকআপ নিয়ে একাধিকবার খোলাখুলিই কথা বলেছেন তিনি। কিন্তু, রণবীর কাপুরকে কিছুটা চুপচাপই থাকতে দেখা গিয়েছে।

এমনকি, ক্যাটের সঙ্গে ব্রেকআপের পর থেকে সংবাদমাধ্যমের সামনেই আসেননি রণবীর কাপুর। শুধু তাই নয়, এ বিষয়টি নিয়ে কোনও রকম মন্তব্য করতেও দেখা যায়নি তাকে।

এবার কি তাহলে অটো এক্সপোর বদৌলতে ফের কাছাকাছি আসার সুযোগ হবে রণবীর, ক্যাটের? সেটা অবশ্য সময়ই বলবে। তার জন্য আরও না হয় কিছুটা অপেক্ষা করা গেল।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে