বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৬:৪৯

শুটিং সেটে বিপাকে শাহরুখ, হিন্দু পরিষদের বিক্ষোভ

শুটিং সেটে বিপাকে শাহরুখ, হিন্দু পরিষদের বিক্ষোভ

বিনোদন ডেস্ক : অনেক হয়েছে, তবুও বলিউড বাদশা শাহরুখ খানের পিছু ছাড়ছে না অসহিষ্ণুতা বিতর্ক। আর তাই গুজরাতে যেয়েও পড়লেন মহা-বিপাকে।

শাহরুখ তার আসন্ন ছবি ‌‘রইস’-এর শুটিংয়ের জন্য গিয়েছিলেন গুজরাটে। সেখানে তার আসার সংবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটি শাহরুখের ‘রইস’ সিনেমার শুটিং বন্ধ করার দাবী তুলেন।

শুধু তাই নয়, পরিষদ কর্মীরা এই ছবির শ্যুটিংয়ের অনুমতি প্রত্যাহার করার জন্য জেলাপ্রশাসনে আবেদনপত্রও জমা দিয়েছিলেন। পরে বুধবার জেলাশাসকের অফিসের সামনে শাহরুখের পোস্টার জ্বালিয়ে স্লোগান দেন তারা। ভুজের কিছুদূরে যে জায়গায় শ্যুটিং চলছে, সেখানেও তারা যাওয়ার চেষ্টা করেন। তবে তাদের থামিয়ে দেয় পুলিশ।

বিক্ষোভকারী ভিএইচপি নেতা রণছোড় ভারওয়াড়ের কথায়, ‘দেশে অসহিষ্ণুতা নিয়ে কাল্পনিক মন্তব্য করলে শাহরুখকে ভিএইচপি ক্ষমা করবে না।’

তার দাবি, যে দেশ শাহরুখকে খ্যাতি এবং প্রতিষ্ঠা দিয়েছে, সেই দেশের সমালোচনা করা কখনও উচিত নয়। পাকিস্তানে হিন্দু মন্দিরে আক্রমণের ঘটনায় শাহরুখ চুপ কেন, সেই প্রশ্নও তোলেন রণছোড়। এর আগে একই কারণ দেখিয়ে শাহরুখের ‘দিলওয়ালে’ বয়কট করার ডাক দিয়েছিল একাধিক হিন্দুত্ববাদী সংগঠন।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে শাহরুখ বলেছিলেন, ‘দেশে অসহিষ্ণুতা ক্রমশ বাড়ছে।’

ঘটনাচক্রে, গতকালই একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অসহিষ্ণুতা বিতর্কে মতামত জানিয়েছেন অভিনেতা ইরফান খান। তার মতে, প্রত্যেকেরই মতপ্রকাশের অধিকার রয়েছে। আবার, কোনও বিষয়ে নীরব থাকাও মানুষের অধিকারের মধ্যে পড়ে।

ইরফান ওই অনুষ্ঠানে বলেন, ‘আমার অবাক লাগে লোকে যখন বলে, অভিনেতাদের মন দিয়ে অভিনয়টাই করা উচিত, তার বাইরে অন্য বিষয় নিয়ে মতামত দেওয়ার প্রয়োজন নেই।’

তার বক্তব্য, জোর করে কারও মুখ বন্ধ করে দেওয়া সমাজের উন্নতির চিহ্ন নয়। নিজের অভিনীত ছবি ‘লাইফ অফ পাই’য়ের পরিচালক অ্যাং লি-র কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, লি তার ভারত সফরের সময়ে চিন-তাইওয়ানের টানাপড়েন নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছিলেন। মানুষের মন্তব্য না করার অধিকারকেও সম্মান করা উচিত বলে মনে করেন ইরফান।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে