বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন শাবনা আজমি। যিনি বরাবরই নারী প্রধান চলচ্চিত্রেই অভিনয় করেন। শুধু তাই নয়, ভারতে নারী অভিনেত্রীদের অধিকার নিয়েও তিনি বরাবরিই থেকে সক্রিয়। সেই তিনি এখনও নায়িকাদের অধিকার নিয়ে সরব।
ভারতের চলচ্চিত্রের পুরনো ট্রেন্ড, মানে ছবিতে নায়ক থাকবেন মুখ্য ভূমিকায় আর নায়িকা নেবেন তার পরের স্থান—এমনটা ঠিক মেনে নিতে একেবারেই নারাজ ভারতের গুণী এই অভিনেত্রী।
শাবনা আজমির মতে, অনেক অভিনেত্রীরই নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা সত্ত্বেও ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয় করেই খুশি থাকেন। তাহলে এর বিপরীতটাও হওয়া উচিত। অভিনেতারাও দ্বিতীয় মুখ্য চরিত্রে কাজ করলে তবেই বলিউডে সুস্থ পরিবেশ বজায় থাকবে।
তিনি বলেন, ‘নারীকেন্দ্রিক ছবির গ্রহণযোগ্যতা অনেক বেশি। প্রত্যেক জনপ্রিয় নায়কেরই এই ধরনের ছবিতে অন্তত একবার হলেও কাজ করা উচিত। যেখানে নায়িকা থাকবেন মুখ্য চরিত্রে।
তবে ইদানীং বিদ্যা বালন, প্রিয়ঙ্কা চোপড়া, সোনম কপূরের মতো অনেক নায়িকাই এ ধরনের ছবিতে কাজ করেছেন। শাবানা এই নায়িকাদের প্রশংসা করেছেন ভারতের গুণী অভিনেত্রী শাবনা আজমি।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন