বিনোদন ডেস্ক : যতই হোক, প্রাক্তন স্বামী কি কখনো ভাই হতে পারেন? হলিউডের আয়রনম্যানখ্যাত আলোচিত অভিনেত্রী প্যালট্রো সম্প্রতি তার প্রক্তন স্বামীকে ভাই বলেই দাবী করছেন।
এমনকি বর্তমানে প্রাক্তন স্বামীর সাথে প্যালট্রো ভাই-বোনের মতোই মিশছেন! যা শোনে সকলেরই চোখ চরকগাছ।
জানা গেছে, ক্রিস মার্টিন আর গোয়েনেথ প্যালট্রো ছিলেন স্বামী স্ত্রী। তাদের রয়েছে দু'টি সন্তান। তবে এরমধ্যেই বিচ্ছেদ হয়ে যায় হলিউডের এই যুগলের। কিন্তু বর্তমানে ক্রিস অবাধে যাতায়ত করছেন প্যালট্রোর বাড়িতে। আর এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
প্রশ্ন যখন ক্রিসকে নিয়ে তখন প্যালট্রো দাবী করেছেন, ক্রিস আমার ভাই, সে যখন ইচ্ছে আমার বাড়িতে আসতে যেতে পারবে। ওর সাথে এখন আমার রোমান্টিক কোন সম্পর্ক নেই।
প্যালট্রো ও ক্রিস নাকি সজ্ঞানে ব্রেকআপ করেছিলেন। অথচ দুই সন্তান অ্যাপ্ল এবং মোজেসের সঙ্গে আবার সজ্ঞানেই সমুদ্রসৈকতে ঘোরেন তারা। হয়তো সেখান থেকেই একটা ভ্রাতৃসত্তা জেগে উঠেছে।
প্যালট্রো বলেন, ‘আমরা প্রচুর সময় একসঙ্গে কাটাই। এই তো সেদিন রাতের বেলায় আমার বাড়িতে এসে শুয়ে পড়ল ক্রিস। ও নাকি সারপ্রাইজ দেবে বাচ্চাদের। কাজেই আমরা একসঙ্গেই থাকছি।’
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন