বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১২:৪১

পরীর নাচে মাতলো পুলিশ সদস্যরা

পরীর নাচে মাতলো পুলিশ সদস্যরা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির মনোমুগ্ধকর পারফরমেন্সে পুরো রাজারবাগ পুলিশ লাইনস ছিলো মাতোয়ারা।  মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে তিনি পারফরমেন্স করেন তিনি।

সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে সাংস্কৃতিক এ অনুষ্ঠান শুরু হয়ে মনোজ্ঞ ফায়ার ওয়ার্কসের মধ্য দিয়ে তা শেষ হয় রাত ১১টায়।

জানা গেছে, প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানে আয়োজিত কনসার্টে পারফর্ম করেন মমতাজ, পার্থ বড়ুয়া, এসআই টুটুল, কর্নিয়া।  

এছাড়াও আরও পারফর্ম করেন মডেল নিরব, চিত্রনায়ক ইমন, লাক্স তারকা তারিন, নাজিরা মৌ, পরী মনিসহ শোবিজের একঝাঁক তারকা।  সেই সাথে উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক, আলমগীর, ওমর সানি, আফসানা মিমি প্রমুখ।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে