বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৬:৪৭

ঐশ্বরিয়ার সঙ্গে এখনও আমার সম্পর্ক আছে : রণবীর

ঐশ্বরিয়ার সঙ্গে এখনও আমার সম্পর্ক আছে : রণবীর

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ খোলামেলাভাবেই কথা বলেছেন রণবীর কাপুর। ক্যাটরিনা কাইফের সাথে ব্রেকআপরে পর এবারই তিনি প্রথম মুখ খুললেন মিডিয়ার সামনে। তবে মুখ খুলেই সকলের ঘুম হারাম করে দিয়েছেন তিনি। ভাবনার খোরাকও দিয়ে দিয়েছেন রণবীর।

রণবীর সেই সাক্ষাৎকারে বলেছেন, ‌‘এখনও তার সঙ্গে আমার সম্পর্ক আছে'। ব্যস, হয়ে গেল সব সারা! রণবীরের এমন কথাতে এখন পুরো বলিউডেই চলছে চর্চা। খোঁজা শুরু হয়েছে রণবীরে সেই ‘তার’টা কে?

রণবীরের ওই মন্তব্যের পর প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন, তিনি বোধ হয় ক্যাটরিনা কাইফের কথাই বলছেন। সদ্য ব্রেকআপ হয়েছে, তাই হয় তো এক আধটু টান এখনও রয়ে গেছে।

তবে বলিউডের একটি এক অংশের মতে, দীপিকা পাডুকনের কথা বলছেন রণবীর। কারণ, ক্যাটের সঙ্গে ব্রেকআপ হওয়ার জন্য, অনেকে দীপিকাকে দায়ি করেছিলেন। আবার কেউ কেউ আলিয়া ভাটের কথা ভেবেছিলেন। কারণ, গুঞ্জন শুরু হয়েছে, আলিয়ার সঙ্গে একটু বেশিই সখ্যতা হয়েছে তার। আর সেই কারণেই ক্যাটের সঙ্গে ভাঙন।

কিন্তু, রণবীরের সেই ‘তার’-কে নিয়ে গুঞ্জন কিন্তু, ওসবের ধারেকাছেও যায়নি! রণবীর যার কথা বলেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বলিউডের বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই বচ্চন! শুনতে একটু অবাক লাগছে তো? কিন্তু, চক্ষু, কর্ণের বিবাদ ভঞ্জন করুন, কারণ রণবীর সত্যিই ‘বহু বচ্চন’-এর কথাই বলেছেন।

সম্প্রতি, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিং শুরু করেছেন রণবীর কাপুর। করণ জহরের ওই সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যাবে অানুষ্কা শর্মা এবং ঐশ্বরিয়া রাইকে।

ক্যারিয়ারের প্রথম বার ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং করছেন রণবীর। তাই তিনি নিজেকে খুব ভাগ্যবান বলেই মনে করছেন। উচ্ছ্বসিত রণবীর তাই সেই প্রসঙ্গেই ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন।

রণবীর বলেন, যখন ঐশ্বরিয়ার অভিনীত ‘আ আব লট চলে’-র শুটিং চলছিল, ওই সময় বাবার সঙ্গে সেখানে যেতেন তিনি। ওই সময় তিনি খুব ছোট ছিলেন। কিন্তু, তখন থেকেই ঐশ্বরিয়ার সঙ্গে পরিচয় হয়েছিল তার।

তিনি জানান, যখন প্রথম দেখেছিলেন ঐশ্বরিয়াকে, তখন থেকেই তার ভক্ত হয়ে পড়েছিলেন তিনি। ঐশ্বরিয়ার সৌন্দর্যের জন্য শুধু নয়, একজন ভালো মানুষও তিনি। আর সেই কারণেই ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। তাই, আ আব লট চলের ১৭ বছর পরও ঐশ্বরিয়ার সঙ্গে সেই একই রকম সম্পর্ক আছে রণবীরের।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে