বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের মধ্যে খান এবং কাপুর পরিবারের আয় বলা চলে সব থেকে বেশি। কেন না, বলিউড এই দু'টি পরিবারেরই প্রভাব থাকে সবসময়। তবে প্রায় সময় একটা বিতর্ক উঠে। তা হলো, বলিউডে কার আয় কত?
এদিকে এমন বিতর্কে নেপথ্যেও রয়েছে ভিন্ন কারণ। তা হলো, বলিউড তারকাদের কারো কারো সাথে মাফিয়া সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। বলা হয়ে, বলিউড অভিনেতার আয় অন্য কোন ধনীদের থেকেও কম নয়।
তবে গলো বছর অর্থাৎ ২০১৫ সালটা কিন্তু আয়ের দিক থেকে সবার শীর্ষে ছিলেন বলিউড ভাইজান সালমান খান। এর আগের বছর আয়ের দিক থেকে সেরা ছিলেন অক্ষয় কুমার। আর এবার সেই অক্ষয়কে ছাপিয়ে শীর্ষ তালিকায় উঠে এসেছেন তিনি।
জানা গেছে, পারিশ্রমিক বিচারে বলিউডে এক নম্বরে আছেন সালমান খান। দু'য়ে নেমে গিয়েছেন অক্ষয়। চলতি অর্থ বছরে বলিউডে এখনও সর্বাধিক অগ্রিম আয়করও দিয়েছেন সালমান খান।
সে হিসেবে অগ্রিম করদাতাদের তালিকায় দেখা গিয়েছে, সালমানকে। অগ্রিম কর দিয়েছেন তিনি ২০ কোটি টাকা। গতবার সবচেয়ে বেশি অগ্রিম কর দিয়েছিলেন অক্ষয়। অর্থের পরিমাণটা ছিল ১৬ কোটি টাকা।
সালমান, অক্ষয়ের পরেই বলিউডের সর্বোচ্চ আয়কর দাতাদের মধ্যে রয়েছেন রণবীর কাপুর (১৫ কোটি), শাহরুখ খান (১৪ কোটি) ও অমিতাভ বচ্চন (৮.৭৫কোটি)।
এদিকে, সালমান খানের অগ্রিম আয়করের পরিমাণ দেখে অনেকই প্রশ্ন তুলেছেন, তবে কি বলিউডের শীর্ষ ধনী এখন সালমান খান?
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন