বিনোদন ডেস্ক : বলিউডের বচ্চন বধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। তার আপ কামিং সিনেমা ‘সরবজিৎ’ নিয়ে। কিন্তু এরমধ্যেই তার একমাত্র মেয়ে আরধ্য বচ্চনের শরীরটা ভালো যাচ্ছে না।
আবহাওয়াজনিত কারণে গত কয়েকদিন ধরেই কিছুটা অসুস্থ আরধ্য। আর তাই ঐশ্বরিয়া নিজের কাছছাড়া করতে চান না মেয়েকে। সে জন্য শুটিং সেটেও তিনি মেয়েকে নিয়ে হাজির হচ্ছেন নিয়মিত।
আরধ্যও অন্য আর পাঁচটা শিশুর মতোই অসুস্থতার সময়ে মাকে কাছছাড়া করতে চায় না। ঐশ্বরিয়াও আদরের মেয়েকে দূরে রাখতে নারাজ। তাই মেয়েকে নিয়েই শুটিংয়ে আসা।
জানা গেছে, ঐশ্বরিয়া যখন শট দিতে ব্যস্ত, তখন তার ভ্যানিটি ভ্যানে বিশ্রাম করে আরাধ্য। আর এক-একটা শট দিয়েই মেয়েকে দেখতে যান বচ্চন বধূ।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন