বিনোদন ডেস্ক : একটা সময় শাহরুখ খান নিয়মিতই টুইটারে অনেক অনেক পোস্ট দিয়ে মাতিয়ে রাখতে তার ভক্ত অনুসারীদের। কিন্তু সেই শাহরুখ খানই এখন টুইটার থেকে অনেক দূরে সরে আছেন। নেই তার পোস্টও!
শুধু শাহরুখ খানই নন, তার মতো আমির খানও আজকাল টুইটারসহ মিডিয়াকেও। আর এই দুই অভিনেতার এমন এড়িয়ে চলার নিয়ে মুখ খুললেন সোনম কাপুর।
খুব সোজাসাপটা ভাবেই সোনম কাপুর একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রত্যেক মানুষেরই নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। ইদানীং মানুষের অকারণ নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে নিজেদের মতামত প্রকাশে ভয় পাচ্ছেন শাহরুখ, আমির।’
কিছুদিন আগে অসহিষ্ণুতার বিষয়ে মুখ খোলায় বিপাকে পড়েছেন ওই দুই সুপারস্টারকে। তাদের করা মন্তব্য ঘিরে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। এ ঝড় এখনও ভারতজুড়ে বিদ্যমান।
এদিকে অনেকেই মনে করছেন হয়তো এই কারণেই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরত্ব বজায় রেখেই চলছেন শাহরুখ ও আমির খান।
২০১৫-র শেষ লগ্নের সেই বিতর্ক এখনও পিছু ছাড়েনি আমিরকে। সেই সময়ও আমিরের পাশে দাঁড়িয়েছিলেন সোনম।
সেসময় আমিরকে সমর্থন জানিয়ে সোনম বলেছেন, ‘আমিরের মন্তব্য মোটেই অপ্রাসঙ্গিক নয়। ভারতে অসহিষ্ণুতা চিরদিনই ছিল। বিগত ষাট বছরে এ দেশ অনেক দাঙ্গার সাক্ষী থেকেছে। একই সঙ্গে দেশে নানা ধর্ম এবং ভাষাভাষির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানও রয়েছে।’
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন