বিনোদন ডেস্ক: পারিবারিক কারণে বেশি কিছু দিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী সুজানা। তবে পারিবারিক সেই ধকল কাটিয়ে তিনি আবারও ফিরেছেন অভিনয়ে। আর অভিনয়ে ফিরেই তিনি এবার নায়িকা হচ্ছেন রিয়াজ ও তাহসানের।
আসন্ন ভালোবাসা দিবসের দুটি নাটকে অভিনয় করছেন সুজানা। এই দুটি নাটকেই মূলত তিনি অভিনয় করছেন রিয়াজ আর তাহসানের নায়িকা হিসেবে। রিয়াজ ও সুজানা অভিনীত নাটকের নাম ‘এক্সচেঞ্জ’। এরই মধ্যে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা। অন্যদিকে শুক্রবার থেকে তাহসানের সঙ্গে ‘তাই তোমাকে’ নাটকের শুটিং করবেন সুজানা।
সুজানা বলেন, ‘আমি ভালো গল্পের কিছু নাটকে অভিনয় করতে চাই। সেভাবেই পরিকল্পনা করেছি। মাঝে অনেক দিন কাজ থেকে দূরে ছিলাম। ইদানীং যে নাটকগুলোর প্রস্তাব পাচ্ছি, প্রতিটি নাটকের গল্পই চমৎকার। কাজগুলো করতেও ভালো লাগছে। আর রিয়াজ ও তাহসানের মতো শিল্পীদের সঙ্গে কাজ করছি।’
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম