বিনোদন ডেস্ক: ছোট পর্দায় অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হয়েছেন। হাউজহোল্ড প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী আরএফএল-এর সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড মোশাররফ করিমকে তাদের পণ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে মোশাররফ করিম ও আরএফএল এর পরিচালক রথীন্দ্রনাথ পাল এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী মোশাররফ করিম আগামী দুই বছর কোম্পানিটির বিভিন্ন ফার্নিচার পণ্যের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন।
আরএফএলের পণ্যকে সবার কাছে জনপ্রিয় করতে আমি চেষ্টা করব উল্লেখ করে মোশাররফ করিম বলেন, ‘আরএফএল-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। তাছাড়া আমি মনে করি এই ধরণের প্রচারণায় অংশ নিলে সাধারণ মানুষের কাছে যাওয়ার একটি সুযোগ তৈরি হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার ও বিপণন প্রধান রাশেদ-উল-আলম।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম