বিনোদন ডেস্ক : সাধারণত কাউকে সুন্দরী বলে প্রশংসা করাহলে সে অনেক খুশি হয়। তাই সুন্দরি হওয়ার ইচ্ছা সবার ভেতরই থাকে। সুন্দরী হওয়ার জন্য প্রতিনিয়ত অনেকেই অনেক রকমের প্রসাধনী সামগ্রী ব্যবহার এবং খাবার গ্রহণ করে থাকেন। কিন্তু এই কাজটি করে কয়জইবা বিশ্ব সুন্দরী হয়েছেন? তবে মন খারাপ করবেন না, কারণ আপনি না পারলেও এই কাজটি করে অনেকের মাথায় উঠেছে সেই সৌভাগ্যের প্রতীক। তাহলে এবার জেনে নেয়া যাক এই বিশ্ব সুন্দরীদের সুন্দর চেহারার পেছনে আসল রহস্যটি কি?
অ্যাড্রিয়ানা লিমা : ৩৪ বছর বয়সী অ্যাড্রিয়ানা লিমা। তার দুটি সন্তান রয়েছে। এই সুন্দর চেহারার জন্যে মডেলিং দুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি। এছাড়াও তার খাদ্য তালিকায় রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন আর সবুজ সবজি। এগুলো ছাড়াও রোজ ওমেগা থ্রি সাপ্লিমেন্ট, মাল্টিভিটামিনও খান তিনি।
হেডি ক্লাম : ১০ বছর ধরে হেডি ক্লাম রোজ ফলের রস খান। তাছাড়াও নিয়মিত জিমে যান এবং বাড়িতেও না না ধরনের শারীরিক কসরত করেন।
রোজি হাটিংটন : ২৮ বছর বয়সী রোজি হাটিংটন। প্রতিদিন সবজির রস খান চোহারার সৌন্দর্য বজায় রাখার জন্যে।
শানিনা শেখ : শানিনা শেখ প্রতিদিন খাবারের তালিকায় রেখেন প্রোটিন। তার সাথে রয়েছে সবজি সেদ্ধ।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই