বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২১:৪৭

সিনেমায় অভিনয়ের নামে মডেলের সঙ্গে প্রতারণা

সিনেমায় অভিনয়ের নামে মডেলের সঙ্গে প্রতারণা

বিনোদন ডেস্ক : রূপালি পর্দায় অভিনয় করা নিয়ে সবার মাঝেই একটা উৎসাহ কাজ করে। একবার সুযোগ পেয়ে গেলেই পরিচিত হওয়া যাবে বিশ্ব দরবারে। পুরণ করা যাবে নিজের অনেক স্বপ্ন। এমনই সব জল্পনা নিয়ে অনেকেই রাতের ঘুম হারাম করে গুরে ফিরেন নাম নাজানা অনেক পরিচালকের পেছনে। আর তখনি ঘটে অনেক রকমের দূর্ঘটনা। তেমনি একটি ঘটনা ঘটেছে বলিউড পাড়ায়। এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেয়ার টোপ দিয়ে এক উঠতি মডেলকে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ইন্টারভিউর নাম করে ডেকে নিয়ে গিয়ে (অপ্রকাশিত) প্রস্তাব করার অভিযোগ উঠল এক নির্মাতার বিরুদ্ধে। অভিযুক্ত নির্মাতা সুরেশ মেহেতা, মডেলের কাছে দাবি করেছিলেন তিনি ছবি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন।

উঠতি মডেলের দাবি, তাকে কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ডেকে পাঠান তিনি। কিন্তু সেখানে গিয়ে পৌঁছতেই মেয়েটির ভুল ভেঙে যায়।

তিনি বলেন, তাকে প্রথমে ইন্টারভিউর নাম করে হোটেলে ডেকে নেন ওই নির্মাতা। তারপর তাকে (অপ্রকাশিত) এমন কিছু প্রস্তাব করা হয় যাতে তার আপত্তি ছিল। তখনি তিনি বাহির হয়ে আসতে চান। কিন্তু সেই নির্মতা সেসময় তার সাথে অনেক (অপ্রকাশিত) ব্যবাহার করেন এবং তাকে হুমকি দিতে থাকেন।

এরপরই কোনো ভাবে সেই নির্মাতাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ওই মহিলা। মহিলার দাবি বেরিয়ে আসার সময় সেই নির্মাতা তাকে হুমকিও দেন, যদি এই কথা জানাজানি হয়, তাহলে ফল ভাল হবে না।

এইমুহূর্তে অভিযুক্ত ওই নির্মাতার বিরুদ্ধে সান্তাক্রুজ থানায় এফআইআর দায়ের করেছেন ওই মডেল। তার অভিযোগের ভিত্তিতেই আপাতত তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত নির্মাতা এখন পলাতক।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে