বিনোদন ডেস্ক : ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’ সিনেমাটি। সাড়া ফেলে দিয়েছিল গোটা দুনিয়ায়। প্রথম বারের মতো কোনো ভারতীয় সিনেমা যা ১০০ কোটির গন্ডি টপকাতে মাত্র ৩ দিন সময় লেগেছে! সিনেমা মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই, ফেসবুকের ভিউসংখ্যা ছাড়িয়ে গিয়েছিল পনের লক্ষ। তিন লাখেরও বেশি লাইক এবং দুই লাখেরও বেশি শেয়ার হয় এই সিনেমাটি।
বাহুবলীর সাফল্যে হার মেনেছে ২০১৫ সালের ব্লকবাস্টার মিস্টার পারফেকশনিস্ট আমিরের সিনেমা ‘পিকে’ এবং কিং খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। ২০১৬ সিকোয়েলের জন্যে অধীর আগ্রহে বসে সিনেমা প্রেমিরা। এরই মধ্যে আবার সংবাদের শিরোনামে উঠে এল ‘বাহুবলী’। কেন? জানা যায়, সিনেমাটির পরিচালক এস এস রাজামৌলি এমন কিছু কথা জানিয়েছে যা এখন বলিউডের আলোচনার বিষয়।
এই বছরেরই শেষের দিকে ডিজিটাল গ্রাফিক উপন্যাসের আকারে বেরোবে গোটা সিনেমাটি! এমনকি মূল সিনেমায় যে চরিত্র বাদ গিয়েছিল তাও থাকবে উপন্যাসটিতে।
এই প্রসঙ্গে এস এস রাজামৌলি আরো জানিয়েছেন ‘সিনেমায় যা আমরা দেখি তা খুবই একটা ছোট গল্প, এর বাইরেও যে মূল গল্পের সব রোমাঞ্চ, তা সবই থাকবে এই ডিজিটাল উপন্যাসে।’
তিনি বলেন ‘ভারতে প্রায় ২০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী। ১২০ কোটির জনসংখ্যায় ‘বাহুবলী’, ভারতের সর্বোচ্চ দেখা সিনেমা। আশা রাখছি এই ডিজিটাল উপন্যাসের মাধ্যমে ‘বাহুবলী’ আরো অসংখ্য পাঠকের কাছে পৌঁছে যেতে পারবে।’
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই