বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৮:২৪

দীপিকা কি আগের পেশায় ফিরে যাচ্ছেন?

দীপিকা কি আগের পেশায় ফিরে যাচ্ছেন?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনয়ে আসার আগেও ব্যাডমিন্টন খেলতেন। তাই এখনো সেই নেশাটাকে ভুলতে পারনে নি তিনি। বলিউডের এক নম্বর অভিনেত্রী হওয়া শর্ততেও ব্যাডমিন্টনের প্রতি তার আলাদা একটা টান রয়ে গিয়েছে। তাই এবার ব্যাডমিন্টন খেলায় মন দিতে চান এই অভিনেত্রী! তাহলে কি আগের পেশায় ফিরে যাচ্ছেন তিনি। না, এই খেলাটা অবশ্যই সিনেমার প্রয়োজনে। কারণ ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালেন বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

দীপিকার চোখে নিজেকে দেখতেন চার ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা! ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়ালের উপর তৈরি বায়োপিক ছবিতে দীপিকা পাড়ুকোনকে পেতে চান সাইনা নিজেই।

এক টেলিভিশন সাক্ষাত্কারে সাইনা জানিয়েছেন, দীপিকার বাবা ছিলেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। আর দীপিকাও ব্যাডমিন্টন ভালো খেলে। কারণ আমি তার সঙ্গে অনেকদিন খেলেছি। তাই আমি দেখতে চাই দীপিকাকে অনস্ক্রিনে খেলাটা খেলতে। সেই অনুষ্ঠানে দীপিকাও উপস্থিত ছিলেন। সাইনার প্রস্তাবে তিনি রীতিমতো খুশি।

দীপিকা আশ্বাস দিয়ে জানান ব্যাডমিন্টন তার প্রিয় খেলা। অনস্ক্রিনে তিনিও নিজেকে সাইনার রোলে কাজ করতে চান। তিনি আরো জানান, ‘আমরা একটা সময় ব্যাটমিন্টনটা অনেকদিন ধরে একসঙ্গে খেলেছি। যদিও সাইনা আমার থেকে অনেক বেশি ভাল খেলতো।’
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে