বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪০:১৩

রণবীরের মায়ের কাছে কেন গেলেন ক্যাটরিনার মা?

রণবীরের মায়ের কাছে কেন গেলেন ক্যাটরিনার মা?

বিনোদন ডেস্ক : বলিউড হিরো রণবীর কাপুর এবং হিরোইন ক্যাটরিনা কাইফের দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু এই সম্পর্ক ভাঙার নেপথ্যে কে, তা নিয়ে এখনও জল্পনা চলছে বলিউডে। সেই তালিকায় যেমন রয়েছে রণবীরের মা নীতু কাপুর এবং সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের নাম। তাই হয়তোবা এবার রণবীর কাপুরের মায়ের সঙ্গে তার মেয়ের সম্পের বিষয়ে কথা বললেন ক্যাটরিনার মা সুজানে টারকোটে।

রণবীর কাপুরের সঙ্গে তার মেয়ের সম্পর্ক ভেঙে গিয়েছে। সেই সম্পর্ক জোড়া দেওয়ার বিষয় নিয়ে রণবীরের মা নীতু কাপুরের শরণাপন্ন হলেন ক্যাটরিনার মা সুজানে টারকোটে? বলিউড পাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই নতুন গুঞ্জন।

বলিউডের একটা অংশ বলছে, সুজানে নিজে নীতুর সঙ্গে দেখা করেছিলেন। তিনি মনে করেন, এই ভাঙা সম্পর্ক একমাত্র জোড়া লাগাতে পারেন নীতুই। তিনিই ছেলেকে বুঝিয়ে অবস্থাটা বদলে দিতে পারেন। কিন্তু নীতুর দিক থেকে নাকি তেমন সাড়া মেলেনি।

এমনিতে রণবীরের হবু বউ হিসেবে ক্যাটরিনাকে ঠিক মেনে নিতে পারেননি নীতু। প্রথম থেকেই এই সম্পর্ক নিয়ে তিনি অখুশি। কিন্তু নীতু বাদে পরিবারের অন্যান্যরা ক্যাটকে মেনে নিয়েছিলেন। তাই নীতু যে এই সম্পর্ক জোড়া লাগাতে কোনো উদ্যোগই নেবেন না সে তো স্বাভাবিক।

প্রশ্নটা অন্য জায়গায়। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে য়াওয়ার পর ক্যাটরিনা কি সত্যিই এতটা ভেঙে পড়েছেন? না হলে তার মা নিজে উদ্যোগী হবেন কেন?
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে