বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া ফটো শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন। বর্তমানে তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভক্ত সংখ্য পৌঁছলো ৫০ লক্ষে। নয়া এই মাইলস্টোন ছুঁতে পেরে সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা, সঙ্গে ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন।
‘মেরি কম’ ছবির মুখ্য চরিত্র পিগি চপস নয়া এই মাইলস্টোন ছুঁয়ে একটি পোস্ট করেন এবং লেখেন, তার পরিবার বেড়েই চলেছে, আর তাদের ভালবাসাও ক্রমবর্ধমান।
২০০০ সালে মিস ওয়ার্ল্ড শিরোপা লাভ করেন এই জনপ্রিয় অভিনেত্রী। তারপর ২০০৩-এ দ্য হিরো। দশ বছরের ক্যারিয়ারে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন ৩৩ বছরের এই অভিনেত্রী। ‘অ্যাতরাজ’, ‘ফ্যাশন’, ‘কামিনে’, ‘সাত খুন মাফ’, ‘বরফি’, ‘মেরি কম’, ‘দিল ধড়কনে দো’, ‘বাজিরাও মস্তানি’। পেয়েছেন বহু জাতীয় সম্মানও। প্রিয়াঙ্কা পেয়েছেন আন্তর্জাতিক শিরোপাও।
মার্কিন সিরিয়াল ‘কোয়ান্টিকো’তে দাপিয়ে অভিনয় করেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা অস্কারের মঞ্চে পুরস্কার দেয়ার কাজ। আর এই মঞ্চের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন এবার এই অভিনেত্রী। এই দিয়িত্বের জন্যে তাকেই বাছাই করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই