শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৯:১৫

ক্যাটরিনার মাকে যা বলেছেন রণবীরের মা

ক্যাটরিনার মাকে যা বলেছেন রণবীরের মা

বিনোদন ডেস্ক : রণবীরের সাথে ক্যাটরিনার ব্রেকআপের বিষয়টি এখন আর অজানা নয় কারো কাছেই। বলিউডজুড়ে এটি এখন সর্বোচ্চ চর্চিত একটি বিষয়।

তবে নতুন খবর হল, ক্যাটরিনার সাথে রণবীরের সম্পর্ক পুনরায় জোড়া লাগাতে উদ্যোগী হয়েছেন ক্যাটরিনার মা সুজান টারকোট। শোনা যাচ্ছে বিচ্ছেদের পর নাকি ক্যাটরিনা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আর মা হয়ে মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারছেন না সুজান টারকোট। তাই তিনি নিজ থেকেই রণবীরের মা নিতু সিংহকে ফোন করেছেন!

রণবীরের মা নিতু সিংয়ের সাথে ক্যাটরিনার মা সুজান টারকোটের বেশ খানিক সময় কথা হয়েছে। তারা কথা বলেছেন রণবীর ও ক্যাটের সম্পর্ক নিয়ে। তবে নিতু এখনই কিছু সিদ্ধান্ত দিতে পারেন নি সুজানকে।

রণবীরের মা ক্যাটের মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ছেলের মতামত ছাড়া কিছুই বলতে পারবেন না। তবে ক্যাটের মা আশায় আছেন রণবীর-ক্যাটের সম্পর্কে বরফ গলবেই।

এদিকে গুঞ্জন উঠেছে, রণবীর ও ক্যাটের সম্পর্ক ভাঙনে নেপথ্য কারিগরই হচ্ছেন নিতু সিংহ। তিনিই মুলত চান না রণবীর ক্যাটের পরিণয়। কেউ বলছেন, নিতু সিং মনে-প্রাণে রণবীরের পাশে দীপিকা পাডুকোনকে আশা করছেন।

আর রণবীর তার মায়ের কথা বিবেচনা করেই ক্যাটের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন। তবে এখনই দীপিকার সাথে তার সম্পর্ক পুনরায় হবে! সে সম্ভাবনাও নেই। কেন না, দীপিকা এখন চুটিয়ে প্রেম করছেন রণবীর সিংয়ের সাথে। এমন কি তারা বিয়ে করবেন বলেও ইংগিত দিয়েছেন।

তবে এখন দেখার বিষয় ক্যাট ও রণবীরের এই সম্পর্কের শেষটা আসলে কোথায়? ক্যাটের মার সুজান টারকোট কি শেষতক পারবেন মেয়ের প্রেম ফিরিয়ে আনতে?
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে