শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৮:১৫

প্রিয়াঙ্কা চোপড়ার নামে মামলা!

প্রিয়াঙ্কা চোপড়ার নামে মামলা!

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া আগেই ঘোষণা দিয়েছেন তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি নির্মাণের। এবার সেই ছবি নির্মাণের আগেই তাকে পড়তে হয়েছে আইনি ঝামেলায়!

ছবির নাম নকল করার অভিযোগে প্রিয়াঙ্কা চোপড়া ও তার প্রোডাকশন হাউসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর এই মামলা করেছেন পাঞ্জাবি ছবির প্রযোজক তালিন্দার সিংহ রাঠৌর।

রাঠৌরের অভিযোগ, প্রিয়াঙ্কার প্রোডাকশন হাউস নিজেদের পরবর্তী ছবির জন্য তার একটি ছবির নাম নকল করেছে।

রাঠৌরের প্রযোজনায় ‘এক ওম্কার’ নামে একটি পঞ্জাবি ছবি কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। ঠিক এমন সময় তিনি শোনেন, যে ওই একই নামে ছবি করার পরিকল্পনা করছে প্রিয়ঙ্কার প্রোডাকশন হাউস।

এমনটা জানতে পেরেই ভীষণ ক্ষেপেছেন ওই প্রযোজক। যার ফলে ওই মামলা দায়ের করেন। এরফলে গতকাল বৃহস্পতিবার আদালতে ডাক পড়েছিল প্রিয়ঙ্কার।

এদিকে হলিউড নিয়ে রীতিমতো ব্যস্ত আছেন প্রিয়াঙ্কা। কোথায় সেদিকে মন দেবেন, তা না যতসব উটকো ঝামেলায় জড়াতে হচ্ছে প্রিয়ঙ্কাকে।

এর আগেও নিজের প্রপার্টি অন্য কাউকে ভাড়া দিয়ে মধুচক্র চালানোর অভিযোগের মুখে পড়তে হয়েছিল প্রিয়ঙ্কাকে। একেই বলে সাফল্যের উল্টো পিঠের অন্ধকার!
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে