বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওনের ছবি সংশ্লিষ্ট পোষ্টার ছাপিয়ে প্রতারণা করা হচ্ছে বলে দাবী করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কে বা কারা সানি লিওনের একটি ছবি দিয়ে ‘আপনি কি সানি লিওনের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড’-এ রাজি আছেন?’ এমন লেখা সম্বলিত একটি পোস্টার এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। যা নিয়ে শুরু হয়েছে দারুণ আলোচনা।
সানি লিওন দাবী করেছেন ওটি কোন ছবির পোস্টার না। আর এ বিষয়টি তিনি নিজেও জানেন না।
সানির দাবি, এটা কোনও ছবির পোস্টার নয়। তার ছবি ফটোশপ করে এই ইঙ্তিপূর্ণ পোস্টটি বানানো হয়েছে। এটা একটা প্রতারণা যিনি এই ছবি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চান বলে জানিয়েছেন বলিউডের এই বিতর্কীত অভিনেত্রী।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন