বিনোদন ডেস্ক : বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আবারও ফিরছেন চলচ্চিত্রে। দীর্ঘ পাঁচ বছর পর তিনি নতুন একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন।
ছোট পর্দার মেধাবী নির্মাতা মেহদি হাসিব ও পনি আবেদিনের যৌথ পরিচালনার ছবি 'এজেন্ট থ্রি' শীর্ষক চলচ্চিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে। তবে এ ছবিতে দর্শক তাকে দেখতে পাবেন একজন খলনায়কের ভূমিকায়।
ছবিতে দেখা যাবে, একটি সন্ত্রাসী গ্রুপের গডফাদার জাহিদ হাসান। এতে তিন এজেন্টের চরিত্রে অভিনয় করছেন জন, শাওন ও নাদিয়া খানম।
২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'প্রজাপতি' ছবিতে শেষবার জাহিদ হাসানকে বড় পর্দায় দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এ ছবির মধ্য দিয়ে আবারো বড় পর্দায় ফিরছেন তিনি।
জাহিদ হাসান এ পর্যন্ত ১৩টি ছবিতে অভিনয় করেছেন। তবে এর আগে তাকে চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে দেখা যায়নি। তাই তিনি মনে করে, 'এজেন্ট থ্রি' ছবিতে দর্শক তাকে অরেকটি ভিন্ন রূপে দেখতে পাবেন।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন