বিনোদন ডেস্ক : বাংলাদেশের মিডিয়ার আলোচিত নাম মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নি। অভিনেতা হিল্লোরে সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দীর্ঘদিন তিনি আড়ালেই ছিলেন। এই সময়টার মধ্যে তার জীবনে অনেক ছন্দ-পতন ঘটে। তবু আবারও ফিরেছেন তিনি অভিনয়ে।
এদিকে হিল্লোলের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন এই আলোচিত মডেল অভিনেত্রী। তিনি ২০১৪ সালের ১৮ই ফেব্রুয়ারিতে বিয়ে করেন আদনান হুদা সাদকে।
তার এই বিয়ের খবরটি গোপনই ছিলো। তবে একটু দেরী হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বিয়ের খবরটি প্রকাশ করেন।
তবে তিন্নির এ খবরের বাইরেও আরেকটি খবর ছিলো গোপনেই। আর সেটি হলো তার দ্বিতীয়বারের মত মা হওয়ার খবর। অর্থাৎ হিল্লোলের সংসারে তিন্নি জন্ম দেন ওয়ারিশা নামে এক কন্যা সন্তান। তার বয়স বর্তমানে ৭ বছর।
আর এবার তার দ্বিতীয় স্বামীর সংসারে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। তার নাম রাখাও হয় প্রথম সন্তানের সাথে মিল রেখে আরিশা। তার বয়স বর্তমানে ১ বছর।
এ প্রসঙ্গে তিন্নি একটি দৈনিককে জানিয়েছেন, ওয়ারিশার বয়স এখন ৭ বছর এবং আরিশার বয়স প্রায় ১ বছর। দুই মেয়েকে নিয়েই বেশ ভালো সময় কাটছে।
তিনি বলেন, কয়েক দিন আগে একটি নাটকে অভিনয় করেছি। ভালোই লেগেছে কাজ করে। আমি সবসময়ই ভালো কাজ করতে চাই। এইতো বুধবার দেবাশীষ বিশ্বাস দার ডাকে আড্ডা দিতেই এফডিসিতে গিয়েছিলাম। সবার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন