বিনোদন ডেস্ক : প্রদর্শন উপযুক্ত নয় দাবী করে নিষিদ্ধ করা হয়েছে ঢাকাই সিনেমা ‘আড়াল’। শাহেদ চৌধুরী নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনী উদ্ভট ও অবাস্তব দাবী করে নিষিদ্ধের আদেশ দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ, আঁচল আঁখি ও বিপাশা কবির।
জানা গেছে, ৫ জানুয়ারি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সেন্সরে প্রদর্শিত হওয়ার পর সিনেমাটিতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে জানানো হয় বোর্ড থেকে।
এ প্রসঙ্গে বোর্ড থেকে ২৮ জানুয়ারি একটি চিঠি পাঠানো হয়। চিঠিটি গতকাল বুধবার ছবির পরিচালকের হতে পৌঁছায়।
চিঠিতে জানানো হয়, ‘বোর্ড সভায় বিস্তারিত আলোচনার পর সম্মানিত সদস্যগণ মত দেন যে, দর্শকদের জন্য ক্ষতিকর হবে এমন প্রচণ্ড আইনহীনতা, অন্যায়-অপরাধ ও গোয়েন্দাবাজিমূলক কার্যক্রম প্রয়োগের মাধ্যমে সংলাপ/দৃশ্যাবলি পূর্ণ করত চলচ্চিত্রটিতে মূল কাহিনী অপর্যাপ্ত রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ্য করা হয়, চলচ্চিত্রটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণের অননুমোদিত পোশাক/পদবি দেখানো ও অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটির কোনো কোনো অংশে কাহিনী অবাস্তব ও উদ্ভট।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেইন অব কমান্ডের অর্পিত দায়িত্ব ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। চলচ্চিত্রটি আইনশৃঙ্খলা ভঙ্গের জন্য অনুপ্রাণিত করে এমন দৃশ্য ও সংলাপ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে সম্মানিত সদস্যগণ ‘আড়াল’ নামক চলচ্চিত্রটি জনসাধারণের মধ্যে প্রদর্শনের জন্য উপযুক্ত নয় বলে মত দেন।’
এদিকে সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের বিপরীতে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে ছবিটি সংশ্লিষ্টদের। পরিচালক আপিল করবেন বলেও জানিয়েছেন।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন