বিনোদন ডেস্ক : এতদিন বলিউড মেতেছে দীপিকা পাডুকোনের ঝলকে। এবার মাতবে হলিউড। আর হলিউডের প্রথম ছবিতেই তিনি পেয়েছেন অ্যাকশন হিরো ভিন ডিজেলকে।
এদিকে হলিউডে ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স’ ছবিতে দীপিকার লুক কেমন হবে? এ নিয়ে বলিউডসহ গোটা বিশ্বে দীপিকা ভক্তদের আগ্রহের কোন কমতি নেই। তাহলে হলিউডের এ ছবিতে কেমন হবে দীপিকার লুক?
‘ট্রিপল এক্স-ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ভিন ডিজেল সেই কৌতুহলের খানিকটা উত্তরও দিয়েছেন শুক্রবার সকালে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে তার ও দীপিকার জ্যানডার ক্রেজ লুক পোস্ট করে।
দু’জনের মধ্যে যে বেশ ভালই বন্ধুত্ব জমছে তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছে। ছবির প্রি-প্রোডাকশনের সময়েই দীপিকার সঙ্গে তার সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডিজেল। বলিউড সুন্দরীকে নিয়ে ডিজেলের উৎসাহ যে প্রবল তা বোঝেই যাচ্ছে।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন