শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪০:০৮

এবার হৃত্বিকের প্রক্তন স্ত্রীকে নিয়ে সমালোচনায় সালমান!

এবার হৃত্বিকের প্রক্তন স্ত্রীকে নিয়ে সমালোচনায় সালমান!

বিনোদন ডেস্ক : এবার হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রীর সাথে পার্টি করে সমালোচনার মুখে পড়লেন সালমান খান। এ নিয়ে বলিউডজুড়ে চলছে নানা বিতর্ক।

প্রশ্ন উঠছে, যেখানে হৃত্বিক রোশন এবং সালমান খান একে অপরের ভালো বন্ধু, সেখানে সালমান কি করে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে পার্টি করতে পারেন?

সুজান খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই হৃত্বিক বেশ দুরত্ব বজায় রেখেই চলেন তার সঙ্গে। এমনকি, নিজের জন্মদিনের পার্টিতে এবার সুজানকে আমন্ত্রণ করেননি। যা নিয়ে বেশ জল্পনা-কল্পনাও চলেছে বলিউডে।

কিন্তু, এবার সেই হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে পার্টি করতে দেখা গেল সালমান খানকে! অবশ্য সালমানের সেই পার্টিতে প্রীতি জিনতাও উপস্থিত ছিলেন।

এদিকে ওই পার্টি নিয়ে যাতে কেউ কোনও মন্তব্য করতে না পারেন, সে বিষয়ে যথেষ্ট তত্পর ছিলেন প্রীতি।

প্রীতি জানিয়েছেন, সালমানের সঙ্গে তাদের বন্ধুত্ব রয়েছে। আর সেই কারণেই, সময় পেয়েই সালমানের সঙ্গে পার্টি করছেন তারা।

এদিকে, বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে এবার গাটছড়া বাঁধতে চলছেছেন সুজান খান। হৃত্বিকের সঙ্গে বিচ্ছেদের পর এমনই গুজবে তোলপাড় হয়ে যায় বলিউড।

তবে এমন গুঞ্জনে সুজান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কাউকেই এখন আর বিয়ে করছেন না। আপাতত ‘সিঙ্গল’ তিনি ।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে