বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। এই দম্পতির বিয়ে নিয়ে বলিউডসহ বিশ্বের অন্যান্য দেশে ছিলো না সমালোচনা। অবশ্য সমালোচনার মূল বিষয়টা ছিলো এই দু’জনের বয়সের তফাৎ।
আগামিকাল ৬ ফেব্রুয়ারি ৪০ বছর পূর্ণ করতে চলেছেন অভিষেক বচ্চন। বর্তমানে পুরো বচ্চন পরিবার আছেন মালদ্বীপে। উদ্দেশ্য অভিষেকের জন্মদিন উৎসব উদযাপন।
এদিকে অভিষেক বচ্চনের জন্মদিনকে ঘিরে আরও একবার সামনে উঠে আসল কৌতুহল। প্রশ্ন উঠলো, তাহলে ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে কত বছরের ছোট অভিষেক?
জানা যায়, ৬ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে জন্ম গ্রহণ করেন অভিষেক বচ্চন। আর ঐশ্বরিয়া রাই জন্ম গ্রহণ করেন ১৯৭৩ সালের ১ নভেম্বর। তাহলে কি দাঁড়াল?
হিসেব মতে ঐশ্বরিয়া রাই বচ্চনের থেকে ২ বছর ৩ মাস পাঁচ দিনের ছোট অভিষেক বচ্চন। তাতে কি? বলিউডের এই তারকা জুটির কেমিস্ট্রিটা কিন্তু বেশ সানদার। রসায়নটাও একদম আনায় আনায় ষোল আনা।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন