বিনোদন ডেস্ক : আদিত্য রয় ও শ্রদ্ধা কাপুরের প্রেম এখন বলিউডে কারো অজানা নয়। তারাও এই সম্পর্ক নিয়ে রাখেনি কোন রাখ-ঢাক। তবে বিশ্ব ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে এ কি বললেন আদিত্য রয়!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, তিনি বিশ্ব ভালোবাসা দিবসে শ্রদ্ধা কাপুর নয়, সময় কাটাতে চান ক্যাটরিনা কাইফের সাথে!
আদিত্যর মুখে এমন কথা শোনে বলিউডে সবারই চোখ চরকগাছ। ব্যাপারটা অনেকের কাছেই কমেন গোলমেলে লাগছে। অদিত্য আর ক্যাটরিনা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ফিতুর’ সিনেমাতে। তাই বলে বিশ্ব ভালোবাসা দিবসে রিয়েল লাইফের প্রেমিকাকে রেখে রিল লাইফের প্রেমিকা!
আদিত্য জানায়, এ বছর ১৪ ফ্রেব্রুয়ারি আমি ক্যাটরিনার সঙ্গে এবং ‘ফিতুরে’র গ্র্যান্ড সাকসেসের সঙ্গেই কাটাতে চাই।
তাহলে শ্রদ্ধা কাপুরের সঙ্গে ভালোবাসা দিবস? এমন প্রসঙ্গ আসতেই আদিত্য বলেন, এর উত্তর আমি জানি না। তবে আমি এটুকু বলতে পারি। আমি সিঙ্গল। আমি এবং শ্রদ্ধা খুব ভাল বন্ধু। ব্যস, আর কিছু নয়। এই লাইনটি কপি এবং পেস্ট করে দেবেন প্লিজ।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন