শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৭:৩৬

অসহিষ্ণুতার জের, মুক্তি মিলছে না আমির খানের!

অসহিষ্ণুতার জের, মুক্তি মিলছে না আমির খানের!

বিনোদন ডেস্ক : ইনক্রেডিবল ইন্ডিয়ার পর এবার ই-কমার্স সংস্থা স্ন্যাপডিলও আমিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। এই সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন আমির খান।

খবর রটেছে এই সংস্থাটিও অ্যাম্বাসাডার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আমির খানকে। তার জায়গায় কাকে আনা হচ্ছে তা জানা না গেলেও আপাতত অমিরের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্ন্যাপডিল।

এ মাসের শেষেই স্ন্যাপডিলের সঙ্গে আমিরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। যদিও বলা হচ্ছে, খরচ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাটি। তবে প্রশ্ন উঠেছে, সংস্থার এমন দাবী কতটা যুক্তিগত?

উল্লেখ্য, নভেম্বর মাসে এক অনুষ্ঠানে দেশের অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় বেশ বিপাকে পড়েন আমির খান। আর সেই বিতর্কের সঙ্গে জড়াতে চায়নি স্ন্যাপডিল। কিন্তু তারা তাদের বিজ্ঞাপন থেকে সরিয়ে নেয় আমিরকে। স্ন্যাপডিল আমিরকে নিয়ে তাদের বিজ্ঞাপন ডিল কা ডিল দেশজুড়ে ব্যাপক প্রচার করেছিল। বিতর্ক শুরু হওয়ার পরই আমির বুঝতে পরেন অসিষ্ণুতা কাকে বলে।

বিজেপির হয়ে ইন্ডিয়া সাইনিংয়ের বিজ্ঞাপন করার পেছনে ছিলেন প্রতাপ সুলতান। প্রতাপও এক সংবাদ মাধ্যমে বলেন, স্ন্যাপডিল, অভিনেতা আমিরের বিরুদ্ধে অত্যন্ত কড়া সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ইনক্রেডিবল ইন্ডিয়ার বিজ্ঞাপন থেকেও সরিয়ে নেওয়া হয় আমির খানকে। তার জায়গায় আনা হয় অমিতাভ বচ্চন ও প্রিয়ঙ্কা চোপরাকে।

স্ন্যাপডিলের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক চাপ কাজ করছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। অসহিষ্ণুতা নিয়ে আমিরের মন্তব্য করার পরই স্ন্যাপডিল বিবৃতি দিয়ে বলে, আমিরের ওই মন্তব্য ব্যক্তিগত।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে