শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪০:১৩

পরীমনির ‘স্বপ্নজাল’

পরীমনির ‘স্বপ্নজাল’

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার গ্লামার গার্লস হিসেবখ্যাত পরীমনি ক্যারিয়ার শুরু থেকে এখন পর্যন্ত একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন। যার কারণে তার শিডিউল পাওয়াটাও দুস্কর।

তবে প্রশ্ন উঠেছে, পরীমনি অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ক'টা ছবি এ পর্যন্ত দর্শক হৃদয়ে দোলা জাগাতে পেরেছ? এমন হিসেবে উত্তর আসবে হাতে গোণা দুই বা তিনটি।

তবে এবার পরীমনি সত্যি সত্যি দর্শক হৃদয়ে দোলা জাগাতে পারবেন। কেন না তিনি শুরু করেছেন ‌‘স্বপ্নজাল’। আর এই ‘স্বপ্নজাল’য়ের মাধ্যমেই দর্শক হৃদয় বাঁধবেন তিনি।

মনপুরাখ্যাত নির্মাতা গিয়াসউদ্দি সেলিমের নতুন ছবি ‘স্বপ্নজাল’ ছবিতে মুল ভূমিকায় অভিনয় করবেন পরীমনি। এমাসেরই ১০ তারিখে চাঁদপুরে ছবিটির শুটিং শুরু হবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, চাঁদপুরে শুটিং শুরু হয়ে কলকাতায় দৃশ্য ধারণের মাধ্যমে এপ্রিলে ক্যামেরা ক্লোজ করা হবে।

সিনেমাটিতে পরীমনির চরিত্রের নাম শুভ্রা। তার বিপরীতে নবাগত ইয়াশ রোহান অভিনয় করবেন অপু চরিত্রে।

সেলিমের প্রথম সিনেমা ‘মনপুরা’র মতোই রোমান্টিকধর্মী গল্পে নির্মিত হচ্ছে ‘স্বপ্নজাল’। তবে গল্প ও এর প্রেক্ষাপটে থাকবে ভিন্নতা।

বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় নির্মিত ‘স্বপ্নজালে’ আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে