শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৬:৩৮

কে বলেছে, রণবীরের সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে : ক্যাটরিনা

কে বলেছে, রণবীরের সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে : ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : রণবীরের সাথে ক্যাটরিনার বিচ্ছেদ, এ আর নতুন আলোচনা নয়। বিচ্ছেদের এ খবর এখন সর্বোচ্চ চর্চিত। এ নিয়ে এতদিন দু’জনই মুখ বন্ধ করে ছিলেন। কিছুই বলেন নি কোথাও। কিন্তু হঠাৎ করেই ক্যাটরিনা বোমা ফাটালেন মুখ খুলে! আবার ক্যাটরিনার কথা শোনে অনেকের চোখও চরকগাছ!

ক্যাটরিণা কাইফ একটি ‘প্রেস কনফারেন্স’-এ উপস্থিত হয়ে রণবীরের সাথে তার বিচ্ছেদের কথা পুরোই অস্বীকার করেছেন। সম্প্রতি তিনি ভারতে এবিপির ‘প্রেস কনফারেন্স’-এ এমন কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বলেছেন, রণবীরের সঙ্গে তার কোনও ব্রেকআপ হয়নি। কেননা, রণবীরের সঙ্গে কোনও সম্পর্কও নেই তার।

ব্রেকআপের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে ক্যাটরিনা বলেন, এটা তো ভুল প্রশ্ন। কে বলেছে, রণবীরের সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে, আর কে বলেছে যে, রণবীরের সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল।

ক্যাটরিনা জানিয়েছেন, এবার ভ্যালেন্টাইন্স ডে তিনি টাব্বুর সঙ্গে কাটাবেন। ‘প্রেস কনফারেন্স’ অনুষ্ঠানে ক্যাটরিনার সঙ্গে ছিলেন টাব্বুও।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে