বিনোদন ডেস্ক : এবছর ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বলিউডের হার্টথ্রব নায়িতা দীপিকা পাডুকোন। তিনি পিকু ছবির জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
এদিকে পুরস্কান নিতে এসে প্রচণ্ড রকম আবেগী হয়ে পড়েন পিকুখ্যাত এই অভিনেত্রী। তিনি এতটাই আবেগি হয়ে পরেন যে, কান্না ধরে রাখতে পারেন নি। মঞ্চে তিনি বাবার দেয়া একটি ব্যক্তিগত চিঠি পড়তে গিয়ে অঝরে কেঁদে ফেলেন।
দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন চিঠিটি লিখেন তার দুই মেয়ে দীপিকা ও অনিশাকে। এতে তিনি জানিয়েছেন, কীভাবে বেঙ্গালুরুর এক সাধারণ ছেলে থেকে তিনি বিশ্বের দরবারে পরিচিত হয়ে উঠেন।
দুই মেয়েকে প্রকাশ পরামর্শ দিয়ে লিখেন, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। অতএব তারাও যেন পরিশ্রমকেই গুরুত্ব দেন।
দীপিকা এখন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। এরই মধ্যে আবার হলিউডেও পা রেখেছেন এই নায়িকা। কিন্তু সব কিছু ছাপিয়ে তিনি প্রকাশের মেয়ে। এ চিঠিতে প্রকাশ আরও লিখেন, মডেলিং ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন আসার কথা জানান দীপিকা, তিনি তাকে আসতে দিয়েছিলেন।
নতুন শহর, নতুন ক্যারিয়ারের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সহজ কথা নয়। ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু জানতেন না দীপিকা তবুও কোথাও আটকায়নি সে।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন