বিনোদন ডেস্ক : স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’র অভিনেত্রীর ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সিরিয়ালে পরী নামের ওই অভিনেত্রীর ফ্ল্যাট থেকে নগদ ২ লাখ ৭ হাজার টাকা ও দুটি সোনার হার ও একটি হিরের আংটি লুটে নেয় ডাকাত চক্র।
স্টার প্লাসের জনপ্রিয় টিভি শো-র পরিচিত মুখ পরী অর্থাত্ লাভি সাসান ৩ ফেব্রুয়ারি নিজের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন মাসির বাড়িতে। সেলিব্রেশন শেষে তিনি বাড়ি ফিরে দেখেন, খোয়া গিয়েছে নগদ টাকা ও সোনার গয়না। পরে বাড়ির ওয়াচম্যানের থেকে জানতে পারেন, গেঞ্জি ও শর্টস পরে তার ফ্ল্যাটে হানা দিয়েছিল একদল ডাকাত। তারা নিরাপত্তা রক্ষীকে বেধড়ক পিটিয়ে সমস্ত ফ্ল্যাট বাইরে থেকে আটকে দেয়। এরপর ডাকাতি করে লাভির ফ্ল্যাটে।
থানায় মামলা দায়ের করে অভিনেত্রী দাবি করেছেন, গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি-তে। লুটপাটের ধরন দেখে মনে করা হচ্ছে কুখ্যাত 'চড্ডি বনিয়ান' চক্র এই ডাকাতির পেছনে রয়েছে।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন