শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৮:০০

কাছে আসার গল্পে তাহসান

কাছে আসার গল্পে তাহসান

বিনোদন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে প্রচারিত হবে ‌‘তোমায় ভেবে লেখা’ শিরোনামের নাটকটি। ‘ক্লোজ আপ কাছে আসার গল্প’ শিরোনামে দর্শকের কাছ থেকে আহ্বান করা এই নাটকটির গল্প লিখেছেন বিপ্লব দাস। এটির চিত্রানাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

নাটকটি প্রচারিত হবে আরটিভিতে। এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান। আর তার সাথে রয়েছেন তিশা ও সাফা কবির। তাহসানের বিপরীতে এটাই সাফার প্রথম নাটক।

এ নাটকে ‘আদ্রিতা’ চরিত্রে পাওয়া যাবে সাফাকে। তিনি এখানে নামকরা একজন মডেল। আর তাহসান এ নাটকে একজন রকস্টার, যার নাম ‘ফারহান রিশাত’।

সাফা বলেছেন, ‘তরুণদের কাছে তাহসানের গান ও অভিনয়; দুটোই জনপ্রিয়। আমি নিজেও তার গান ও অভিনয়ের ভক্ত। প্রথম তাঁর সঙ্গে কাজ করলাম। খুব ভালো লেগেছে।

ইমরাউল রাফাত জানিয়েছেন, নাটকটির প্রথম অংশে রিশাতের সঙ্গে আদ্রিতার প্রেম দেখানো হয়েছে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে রিশাতের সংগীতের ওপর এর প্রভাব পড়ে। একের পর এক অডিও অ্যালবাম ফ্লপ হতে থাকে। এরপর কি হবে রিশাতের?
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে