শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৯:৫০

জানেন কি, শহিদ কাপুর ভয় পায় কাকে?

জানেন কি, শহিদ কাপুর ভয় পায় কাকে?

বিনোদন ডেস্ক : বলিউডের হায়দার শহিদ কাপুর কাউকেই ভয় পান না। তারপরও তিনি একজনকে ঠিকই ভয় পান। সে একজনটি কে? তাই জানিয়েছেন শহিদ কাপুর তার নিজ মুখেই।

জাতিধর্মবর্ণ নির্বিশেষে পুরুষমানুষ স্বীকার যাবেন, তারা কোনও না কোনও সময়ে তাঁদের ‘স্ত্রী’-কে বুঝে শোনেই চলেছেন। তা তিনি যত বড় ওস্তাদই হন না কেন, মনে মনে অথবা উচ্চারণে নিজের স্ত্রৈণতার কথা ভেবে বা বলে উঠতে বাধ্য।

এই চিরায়ত উপলব্ধিটিকে সম্প্রতি হৃদয়ঙ্গম করলেন শহিদ কাপুর। ম্যাচো, লাভার বয়, বিতর্কিত শেক্সপিয়র-চরিত্র ইত্যাদির রূপকার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি আপলোড করেছে স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে তার একটি ভিডিও।

ভিডিওটিতে শহিদ মস্করার ছাঁচেই বলেছেন, তিনি কারোর ভয়ে ভীত নন। কিন্তু মীরা দৃশ্যপটে আবির্ভূতা হলেই তার যাবতীয় পৌরুষ অন্তর্হিত হয়।

এই ভিডিওটি অবশ্য স্বোৎসারিত নয়। সোনম কপূরের ‘ফিয়ার ভার্সেস নীরজা’ ক্যাম্পেনের জন্য মজা করেই বানানো।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে