শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৬:১৪

মোশারফ করিম আসছেন ‘ঝামেলা আনলিমিটেড’ নিয়ে

মোশারফ করিম আসছেন ‘ঝামেলা আনলিমিটেড’ নিয়ে

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। মোশারফ করিমের নাটক মানেই ভিন্নতা। হাস্য রসে ভরপুর তার নাটক। এ জন্যে অনেকে মুখিয়েও থাকেন এই অভিনেতার নাট দেখার জন্য।

এবার সেই মোশারফ করিম তার ভক্ত অনুরাগীদের জন্য ‘ঝামেলা আনলিমিটেড’ নামের একটি নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছেন। নাটকটি নির্মাণ করছেন নির্মাতা ও অভিনেতা শামীম জামান।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, রহমান সাহেবের দোতলা বাড়ি। তার গ্রাম থেকে কেউ ঢাকায় এসে থাকার প্রয়োজন হলেই সবার আশ্রয়স্থল হয় এ বাড়ি। আর এ নিয়ে প্রচণ্ড বিরক্ত তার স্ত্রী। কেন না, ইদানিং এ বাড়িতে যেই আশ্রয় নেয় তিনি আর যেতে চান না। খুঁটি গেড়ে বসে থাকেন! অনেকে যাওয়া-আসার মধ্যে থাকেন। তবে এদের মধ্যে সবুজ, প্রণব, গোধূলী এবং অন্যরা প্রায় স্থায়ী হয়ে গেছেন। এরা কেউই আপনজন নন, লতায়-পাতায় আত্মীয়।

নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। এছাড়াও রয়েছেন মামুনুর রশীদ, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, সনিয়া হোসেন, তারেক স্বপন, ফজলুর রহমান বাবু, কল্যাণ কোরাইসি, সঞ্জীব আহাম্মেদ, আমানুল হক হেলাল প্রমুখ।

‘ঝামেলা আনলিমিটেড’ শিরোনামের ধারাবাহিক নাটকটি শিগগিরই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার শুরু হবে।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে