বিনোদন ডেস্ক : আজ শনিবার বিয়ে হওয়ার কথা ছিলো চেন্নাইয়ের মালয়ালি গায়িকা শান জনসনের। কিন্তু এর আগের রাতে তথা শুক্রবার রাতে কোদামবাক্কামে গায়িকার নিজ ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছে তার মৃত দেহ!
গায়িকার এক আত্মীয় জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় কোদামবাক্কামের ফ্ল্যাটে পৌঁছান শান। পরদিন তার রেকর্ডিংয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বারবার তাকে ফোন করে সাড়া না পাওয়ায় এক বন্ধুকে খবর নিতে বলেন শানের মা। বন্ধুটি পুলিশে খবর দিলে, পুলিশ দরজা ভেঙ্গে গায়িকার মৃত দেহ উদ্ধার করে।
ওই আত্মীয় আরও জানান, প্রথম বিয়ের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শান। এর পর থেকেই নিয়মিত ওষুধ খেতেন তিনি। তবে অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন