বিনোদন ডেস্ক : বাংলাদেশের ছোটপর্দার পরিচিত মুখ কুসুম শিকাদার। বড় পর্দায় তার প্রথম আত্মপ্রকাশ ‘গহিনে শব্দ’ সিনেমার হাত ধরে। মাঝে আর একটাই ছবি, ‘লাল টিপ’ খুব ভালো সাড়া ফেলেছিল। তারপর দীর্ঘ বিরতি। কিন্তু কেন? প্রশ্নের উত্তর জানা যায়, অপেক্ষা ছিল একটা ভাল গল্পের, একজন গুণী পরিচালকের তত্ত্বাবধানে কাজ করার। সেই চাহিদায় ফিরিয়েছেন একের পর এক ছবির অফার।
ভারতের পরিচালক গৌতম ঘোষের নতুন ছবি শঙ্খচিলে অভিনয়ের সুযোগ তার সেই সমস্ত চাহিদাই মিটিয়েছে বলে জানা যায়। ভাল গল্প, গৌতম ঘোষের মত পরিচালকের সঙ্গে বাড়তি প্রপ্তি টলিউডের জনপ্রিয় এবং গুনী অভিনেতা প্রসেনজিতের বিপরীতে অভিনয়।
গৌতম ঘোষের নতুন ছবি শঙ্খচিল নিয়ে প্রবল আশাবাদী বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদার। ঢাকা ও ভারতের বিভিন্ন অংশে শুটিং হয়েছে শঙ্খচিলের। অক্টোবরেই শেষ হয়েছে কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলেই মুক্তি পাবে শঙ্খচিল।
ছবি মুক্তি নিয়ে উচ্ছ্বসিত কুসুম বলেছেন, ‘অনেক দিন পর বড় পর্দায় ছবি মুক্তির খবরটা ভীষণ আনন্দের। পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি।’
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই