শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১২:২৬

অভিনেত্রী ঈশানার বিরুদ্ধে কোটি টাকার মামলা!

অভিনেত্রী ঈশানার বিরুদ্ধে কোটি টাকার মামলা!

বিনোদন ডেস্ক : কোটি টাকার মামলায় পড়লেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মৌনিতা খান ঈশানা।  তার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করেছেন প্রযোজক প্রেম বলে জানা গেছে।  শুটিংয়ের শিডিউল ফাঁসানো ও প্রযোজকের বিরুদ্ধে শুটিং সেটে বাজে মন্তব্য করায় এ মামলা করেছেন বলে একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন প্রযোজক প্রেম।

গত ৭ জানুয়ারি উত্তরায় নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিং করছিলেন ঈশানা।  একপর্যায়ে মেকআপ রুমে ঈশানা তার সহ-শিল্পীসহ কয়েকজনের সামনে নাটকের প্রযোজক প্রেমকে নিয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলেন।  

তার সেসব কথাবার্তা সেখানে উপস্থিত একজন তার মুঠোফোনে রেকর্ড করেন।  রেকর্ডকৃত আলাপচারিতা প্রযোজক প্রেম শোনার পর পুলিশের দ্বারস্থ হয়।  এরপর পুলিশের এক কর্মকর্তা বিষয়টির সত্যতা যাচাইয়ে শুটিং স্পটে আসেন।

পুলিশ এবং সাক্ষীদের সামনে ঈশানা প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে  তিনি স্বীকার করতে বাধ্য হন, যখন রেকর্ডকৃত কথা ঈশানাকে শোনানো হয়। এসময় অভিনেত্রী ডলি জহুর, অভিনেত্রী প্রিয়া আমানসহ শুটিং সংশ্লিষ্ট কলাকুশলীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে প্রেম বলেন, বিষয়টি যখন সত্য প্রমাণিত হয় তখন পুলিশ ঈশানাকে থানায় নিয়ে যেতে চেয়েছে।  অভিনয়শিল্পী ডলি জহুরের অনুরোধে পরে পুলিশ তাকে রেখে যান।
 
এদিকে শুটিং শেষে ঈশানা তার নিজস্ব ফেসবুক ওয়ালে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন।  এতে প্রযোজকে ছোট করা হয়।  এরপর প্রযোজক প্রেম সিএমএম আদালতে কোটি টাকার মানহানি মামলা করেন।

এ বিষয়ে প্রেম বলেন, ঈশানা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।  এরপর কমেন্টসে আমার নাম উল্লেখ করে।  বিভিন্ন রকম বাজে মন্তব্য করে ঈশানার ফ্যান ফলোয়াররা, যা আমার মানহানি হয়েছে।  এ জন্য আদালতে মানহানি মামলা করেছি।  আগামী ২২ মার্চ ঈশানাকে স্বশরীরে আদালতে হাজির হতে।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে