বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক জিতের বিপরীতে অভিনয়ের ডাক পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিহা। নুসরাত ‘বাদশা সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করবেন। সিনেমাটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ নিজেই।
তবে ‘বাদশা’ সিনেমায় জিৎ-এর বিপরীতে অভিনয়ের জন্য জাজের নতুন আবিষ্কৃত নায়িকা জলিকে নেয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ কি এমন হলো, যে জলির পরিবর্তে নুসরাত অভিনয়ের সুযোগ পেল?
এ প্রসঙ্গে আবদুল আজিজ বললেন, ‘আমরা জলিকে নিয়েই শুরু করতে চেয়েছিলাম। এ জন্য তাঁকে প্রস্তুতিও নিতে বলা হয়েছিল। কিন্তু সেই প্রস্তুতির কোনো ফলাফল পাইনি। তাই ফারিয়াকে নেওয়া হয়েছে।’
এ ব্যাপারে নুসরাত ফারিয়া বলেন, ‘এটা আমার জন্য নিশ্চয় ভালো খবর। ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে। আশা করছি, সবকিছু ঠিকমতোই হবে।’
তবে এ বিষয়ে জলি মুখ খুলতে রাজি হননি।
‘বাদশা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এস কে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।
ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক বাবা যাদব।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম