রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৩:২৪

হঠাৎ ট্রেন ছেড়ে কোথায় ছুটলেন মাশরাফিরা?

হঠাৎ ট্রেন ছেড়ে কোথায় ছুটলেন মাশরাফিরা?

বিনোদন ডেস্ক : নির্দিষ্ট শিডিউল। তাই ট্রেন ধরতে হবে। কিন্তু সেই ট্রেন ধরলেন না বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারা! কিন্তু কেন? কি এমন হলো যে নিজেদের শিডিউল টাইম ভেঙে দিলেন?

এমন প্রশ্নের উত্তরে জানা গেলো, মাশরাফি, সৌম্য, জাহানারা আর সালমারা ট্রেন ছেড়ে ছুট দিয়েছিলেন একটি মানবিক ক্যাম্পেইনে! ‌

‘আমরাই পারি' শিরোনামে একটি অনুষ্ঠানের শেষ পর্বে আগামীকাল দেখা যাবে এই চার ক্রিকেট তারকাকে।

অনুষ্ঠানটির বিশেষ এই পর্বে তারা উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলার এমন একটি অঞ্চলে যেখানকার অধিবাসীদের বছরের প্রায় নয় মাসই পানিবন্দী থাকতে হয়। জাতীয় দলের ট্রেনিং এর মধ্য থেকে কিছুটা সময় বের করে তারা কাজ করেছেন তালা উপজেলার একটি গ্রামের মানুষদের সাথে।
 
উল্লেখ্য, ‘আমরাই পারি’ মূলত বাংলাদেশের দুর্যোগ কবলিত মানুষের এক হয়ে ঘুড়ে দাঁড়ানোর শক্তিকেই তুলে ধরে। অনুষ্ঠানটি দেখার জন্য চোখ রাখুন আগামীকাল রবিবার রাত আটটায় এটিএন বাংলা’র পর্দায়।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট ক্যাপটেন মাশরাফি বলেন, ‘উদ্যোগটা একেবারেই মানবিক বলেই আমরা কিছুটা সময় বের করে ছুটে গিয়েছি। এটা একেবারে নিজের দায়িত্ববোধ থেকেই করেছি আমরা।’

বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত  ‘আমরাই পারি’ অনুষ্ঠানটি তৈরি হয়েছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ইউরোপিয়ান কমিশনের হিউম্যানিটারিয়ান এইড ডিপার্টমেন্ট - এর আর্থিক সহায়তায়।
০৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে