বিনোদন ডেস্ক : বলিউডের ডার্টি পিকচারখ্যাত অভিনেত্রী বিদ্যা বালানের মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে ভারতজুড়ে। সম্প্রতি তিনি একটি সম্মেলনে বলেছিলেন, ‘নারীরা যে কোনো ধরনের পোশাক পরতে পারেন’।
বিদ্যা নারীকেন্দ্রিক ছবির পরিচিত মুখ। পর্দার বাইরেও নারীর অধিকার, সম্মান নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।
বিদ্যা ওই সম্মেলনে বলেছিলেন, 'মেয়েদের সম্মান কখনো তার পোশাকের মাপকাঠিতে বিচার করা হতে পারে না।
'ইয়ুথ ফর ইউনিটি' নামক এক সমাবেশে তরুণদের উদ্দেশে এ কথা বলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা।
তিনি আরো বলেন, 'নারীদের সম্মান করা মনের ব্যাপার। মেয়েরা যা খুশি তা পরতে পারে। যে কোনো পেশায় মেয়েরা আসতে পারে। তাতে কিছু আসে যায় না। মহিলাদের সম্মান কখনো তাদের পোশাকের মাপ হতে পারে না।'
এছাড়া ভারতজুড়ে নারী নিগ্রহের ঘটনা দিন দিন বাড়ছে। বাড়ছে মেয়েদের সম্মানহানিও। বিদ্যা বালান অভিনীত 'ডার্টি পিকচার' ছবিতে তাকে বেশ খোলামেলা দৃশ্যে দেখা গেছে।
এ প্রসঙ্গে বিদ্যা বলেন, 'চরিত্রের প্রয়োজনে এ ছবিতে দর্শক আমাকে খোলামেলা পোশাকে দেখেছেন। একই সঙ্গে ইভ টিজিংয়ের ঘটনা রুখতে মেয়েদের আরো সাহসী হতে বলেন এ অভিনেত্রী। যখন যেখানে সম্মানহানির ঘটনা ঘটছে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
এদিকে বিদ্যা বালানের এমন মন্তব্যের উপর বিভিন্ন মহল থেকে নানা সমালোচনা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে বেশ বিতর্কও হচ্ছে। তবে বিদ্যার এমন বক্তব্যে কেউ কেউ বিদ্যাকে বাহবাও দিয়েছেন।
০৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন