রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৩:২৪

চাইলে আপনিও খেলতে পারবেন প্রিয়াঙ্কার সাথে

চাইলে আপনিও খেলতে পারবেন প্রিয়াঙ্কার সাথে

বিনোদন ডেস্ক : ধরুণ এখন আপনার ইচ্ছে করছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে খেলবেন! আর সেই ইচ্ছে অনুযায়ি যদি খেলতেও পারেন, ব্যাপাটা কেমন হবে? নিশ্চয় অসাধারণ একটা মুহুর্ত? হ্যাঁ ঠিক তাই।

কিন্তু ভাবছেন এ কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি চাইলেই যখন খুশি তখন প্রিয়াঙ্কার সাথে খেলতে পারবেন। শুধু দরকার হবে একটি মোবাইল ফোনের। তাহলে আর দেরী কেন? এবার হয়ে যান প্রস্তুত?

আসলে, প্রিয়াঙ্কা এবার মিস ইউনিভার্স থেকে রূপান্তরিত হয়েছেন মিস মার্ভেলে! মার্ভেল কমিক্সের একটা মোবাইল গেম-এ এক ভারতীয় সুপারগার্লের চরিত্রে কণ্ঠদান করেছেন নায়িকা। সেই সুপারগার্লের নাম কমলা খান।
আর, গেমটার নাম? মার্ভেল অ্যাভেঞ্জার একাডেমি।

একবার গেমটা ডাউনলোড করে নিলেই শুধু প্রিয়াঙ্কা নয়, মার্ভেল কমিক্সের সমস্ত সুপারবয়, সুপারগার্ল আর ভিলেনরা চলে আসবে আপনার হাতের মুঠোয়। তারা অ্যাভেঞ্জার অ্যাকাডেমিতে ক্লাস করতে করতে খেলবে আপনার ইশারা মতো!

তবে, এটাই কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউডে কণ্ঠদান নয়। এর আগে ২০১৩ সালে প্লেন সিরিজে ঈশানী নামে এক চরিত্রের কণ্ঠদানও করেছিলেন তিনিই!

যা হোক, সে সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই! বরং, ভেবে নিন, কখন শুরু হবে আপনার আর প্রিয়াঙ্কার একান্তে খেলা!
০৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে